নীতিমালা

islamicambit logo
islamicambit logo

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

বন্ধুরা!

সম্পূর্ণ বাংলা ভাষায়  ইসলামিক ব্লগিং প্লাটফর্মে আপনাদের স্বাগতম!

এই ব্লগ সাইটে পোস্ট এবং মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলতে হবে। সাইটে নিবন্ধন এবং মন্তব্য করলে ইসলামিক এমবিট টিম মনে করবে আপনারা আমাদের নীতিমালা পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন।

নিচে কিছু নীতিমালা দেয়া হলো  এগুলো অবশ্যই মেনে চলতে হবে সকল মেম্বারদের :-

ব্লগ বা পোস্ট সংক্রান্ত :-

১.  এটা একটি ইসলামিক ব্লগ সাইট। সুতরাং এখানে ইসলাম ধর্মকে আঘাত করা হয় এমন কোন পোস্ট ও মন্তব্য  করা যাবে না।

১.  এখানে ইসলামিক বিষয় ছাড়া অন্য কোন বিষয়ে পোস্ট করা যাবে না।

১.  যদি কোন পোস্ট ও মন্তব্যে কোরআনের আয়াত কিংবা হাদিস লিখা হয় তাহলে অবশ্যই তা সহীহ দলিল/প্রমাণভিত্তীক দিতে হবে।

(কোরআনের আয়াত হলে তা কত পারা ,আয়াত নং কত আর হাদিস হলে তা কোন কিতাবের ,কত খন্ড, কত পরিচ্ছেদ, কত নং হাদিস তা অবশ্যই লিখতে হবে।

[বিঃ দ্রঃ কোন পোস্টে ভুল আয়াত এবং জাল হাদিস শেয়ার করলে ঐ পোস্টটি অবশ্যই মুছে ফেলা হবে ]

১.  এটি সম্পূর্ণ বাংলা ব্লগিং প্লাটফর্ম।সুতরাং এখানে অবশ্যই বাংলা ভাষায় পোস্ট লিখতে হবে।তবে কোরআনের আয়াত ,হাদিস ইত্যাদি

আরবীতে এবং ইংরেজিতেও লিখা যাবে।

১.  এখানে এমন কোন শব্দ ব্যবহার করা যাবেনা,যা কিনা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ।সকলেই নিজ নিজ শালীনতা বজায় রাখবেন।

১.  পোস্ট করার সময় অবশ্যই সঠিক বিভাগ এবং ট্যাগ বেছে নিতে হবে ।প্রয়োজনে পোস্ট করার নিয়ম  দেখে নিতে পারেন।

১.  অর্ধেক পোস্ট করে বাকি পোস্ট পড়তে নিজের সাইট কিংবা অন্য কারো সাইট এর লিংক দেয়া যাবেনা ।সম্পূর্ণ পোস্ট লিখে প্রয়োজনে

লেখক ও লেখার সূত্র উল্লেখ করে দিতে হবে।

মন্তব্য করা সংক্রান্ত :-

২.  পোস্ট লেখক কিংবা সাধারণ ইউজার কাউকে গালিগালাজ করা যাবেনা।

২.  কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবেনা।

.  অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা  বাক্য ব্যবহার করা যাবে না।

২.  প্রচারণার উদ্দেশ্যে মন্তব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।

২.  কোনো লেখকদের বিরুদ্ধে লেখার আগে উপযুক্ত প্রমাণ লিখতে হবে বা যৌক্তিক প্রশ্ন করতে হবে।

২.  মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়-দায়ীত্ব ইসলামীক এমবিট  টিম বহন করবেনা।

সদস্য নাম বা ইউজারনেম সংক্রান্ত :-

৩.  এটি একটি ইসলামিক ব্লগ সাইট।সুতরা এখানে কোন অশ্লীল নাম ব্যবহার করতে পারবেন না ।যদি কোন ব্যাক্তি এইরকম নাম গ্রহণ করে তবে কোন নোটিশ ছাড়াই উক্ত ব্যক্তিকে ব্যান করা হবে ।

৩.  সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  নাম এবং এডমিন ,প্রশাসক ,মডারেটর ,সমন্বয়ক ইত্যাদি নামে নিবন্ধন করতে পারবেনা । উক্ত নামে ইউজারনেম গ্রহণ করলে তার বেলায় ও উপরোক্ত শাস্তি প্রদান করা হবে ।

৩.  ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন নাম[আল্লাহ ,ভগবান ,মহানবী ,ফেরেস্তাদের নাম ,গড ,ইশ্বর ইত্যাদী]গ্রহণযোগ্য নয় ।

৩.  সদস্য নাম হিসেবে এমন কোনো নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবেনা যা অন্য সদস্যের নামকে হেয় করে।

৩.  বিশিষ্ট রাজনৈতিক,ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিবর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন সদস্য নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।

৩.  সামাজিকভাবে কোনো প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন সদস্য নাম গ্রহণ করা যাবে না ।

[বি:দ্র: ইসলামিক এমবিট কোন রকম পূর্বের ঘোষণা ছাড়া নীতিমালা পরিবর্তন করার অধিকার রাখে। এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য ইসলামিক এমবিট যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো ইউজারের সদস্য নাম অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।]

সর্বশেষ পরিবর্তন করা হয়েছে :- ২৮/০২/২০১৩ ইং